Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) – Minar Rahman | LyriCSToN

খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম
রোদ মাখা বাতাসে সুবাসে
তোমার হাতে হাত রেখেছিলাম
এই মিছে মায়ার শহরে
দুজনে কত পথ হেঁটেছিলাম
অজানায় ..
আমি তোমাকেআমারি সাথে
নিয়ে হারাবোকোথায় পালাবো
তুমি আমাকেতোমারি মাঝে
জড়িয়ে ধরোনাআবার ডাকোনা
কাছে এ এ এ ..
ভুল যতো ছিল তোমার আমার
সব আজ ভুলে চলোনা
সেই সব অভিমান ভুলে
মুছে যতো ঠুনকো ছলনা
এই মিছে মায়ার শহরে
আবার চলো করি নতুন ঠিকানা।
আমি তোমাকেআমারি সাথে
নিয়ে হারাবোকোথায় পালাবো
তুমি আমাকেতোমারি মাঝে
জড়িয়ে ধরোনাআবার ডাকোনা
পাশে এ এ এ ..
আজ ওই আকাশে
দেখো তারার মেলা
মেঘে মেঘে স্মৃতির ভেলা
দিন কেটে যায়কত রাত চলে যায়
হৃদয়ে তোমার অপেক্ষা..
আমি তোমাকেআমারি সাথে
নিয়ে হারাবোকোথায় পালাবো
তুমি আমাকেতোমারি মাঝে
জড়িয়ে ধরোনাআবার ডাকোনা
কাছে এ এ এ ..
আমি তোমাকেআমারি সাথে
নিয়ে হারাবোকোথায় পালাবো
তুমি আমাকেতোমারি মাঝে
জড়িয়ে ধরোনাআবার ডাকোনা
পাশে ..
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম